ভ্যাট মেলা - ২০১৯

  • TelePhone

    024777-61385

  • FAX

    (০৪২১) ৬৩৪০৫

  • Address

    কাস্টমস্‌, এক্সাইজ  ভ্যাট কমিশনারেটযশোর

    ভোলাট্যাংক রোডযশোর

     

  • E-mail

    jessorecustoms@gmail.com

  • Follow Us

ভ্যাট মেলা - ২০১৯

নিজে ডিজিটাল সেবা নিন – অন্যকে উৎসাহ দিন
ডিজিটাল বাংলাদেশের অংশীদার হোন।


সম্মানিত করদাতা,

ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ভ্যাটের সবসেবা অনলাইন ভিত্তিক করা হয়েছে। আইন অনুযায়ী প্রতিমাসে আপনাকে ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়। ভ্যাট নিবন্ধনের পাশাপাশি দাখিলপত্র পেশ করার কাজটিও অনলাইন করা হয়েছে।

আপনার দাখিলপত্র যাতে ঘরে বসেই জমা দিতে পারেন সেজন্য প্রশিক্ষণমূলক ভ্যাট মেলার আয়োজন করা হয়েছে। ভ্যাট মেলায় এসে দাখিলপত্র অনলাইনে জমা দিয়ে শিখে যান এ সেবার বিস্তারিত যাতে পরবর্তিতে সবকাজ ঘরে বসেই করতে পারেন।

ভেন্যু: কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণ।

তারিখ : ১০-১৫ ডিসেম্বর

সময়: সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

আপনি সাদরে আমন্ত্রিত